Author Archives: admin

ডোমেইন কিভাবে blogger এ সেটাপ করবেন

ডোমেইন কিভাবে blogger এ সেটাপ করবেন

১. প্রথমে আপনার ব্লগ একাউন্ট লগইন করুন এরপর সেটিং বাটন এ ক্লিক করতে হবে এরপর + Set up a third-party URL for your blog এখানে ক্লিক করুন

এরপর আপনার ক্রয় কৃত ডোমেইন লিখুন অবশ্যই www.yourdomain.com এইভাবে লিখতে হবে অর্থাৎ ডোমেইন এর আগে www. লিখতে হবে. এরপর Save দিলে নিচের ছবির মতো আসবে


২. এরপর Putul Host এর ডোমেইন প্যানেল লগইন করুন, MY DOMAIN এ গিয়ে My Domain Panel ক্লিক করুন এরপর  আপনার ডোমেইন এর লিস্ট আসবে এরপর Active বাটনে ক্লিক করুন, এর ওপর ক্লিক করুন এরপর DNS Management ক্লিক করুন


৩. এবার blogger এর Setting এ যান, এখানে ছবি যেরকম আছে ভালো করে দেখুন এখানে CNAME রেকর্ড অ্যাড করতে বলছে,

এখন CNAME রেকর্ড অ্যাড করবো প্রথমে www কপি করে নেই এরপর DNS Management এ নিচের ছবির মতো বসিয়ে দেই, Host Name এ www বসিয়ে দেই, অবশ্যই Record Type এ CNAME (Alias) সিলেক্ট করবেন , এরপর Address এর ঘরে ghs.google.com বসিয়ে দেই এরপর Save Change বাটনে ক্লিক করি তারপর আরেকটা ঘর আসবে, একই সিস্টেম এ দ্বিতীয় ঘরের কাজ করতে হবে, Host Name এ  ssqeshhbx4ep এই লেখা কপি করে বসাবেন না,  আপনার ব্লগে যে টেক্সট আছে সেটা বসাবেন। অবশ্যই Record Type এ CNAME (Alias) সিলেক্ট করবেন  Address এর ঘরে আপনার ব্লগের টেক্সট বসাবেন, এরপর Save Change করুন
৪. এখন আমাদের A রেকর্ড বসাতে হবে সেটা কিভাবে দেখুন, লিস্টে যে IP গুলো দেওয়া আছে সেটা হুবহু বসাতে হবে নিচের ছবির মতো , Host Name ঘরে @ বসাতে হবে সবগুলতে, এরপর রেকর্ড টাইপ A সিলেক্ট করতে হবে এরপর IP বসাতে হবে নিচের ছবির মতো, প্রথমটা বসানোর পর Save Change বাটনে ক্লিক করতে হবে এরপর নতুন আরেকটা ঘর আসবে, Save Change বাটনে ক্লিক না করলে নতুন ঘর আসবে না, ৪ টা IP ৪ বার বসাতে হবে।
216.239.32.21
216.239.34.21
216.239.36.21
216.239.38.21


হয়ে গেলো A রেকর্ড অ্যাড করা

৫. এখন গুরুত্ব পূর্ণ একটা কাজ করতে হবে সেটা হলো Nameserver চেঞ্জ করতে হবে, Nameserver যেটা দেওয়া থাকে আমাদের সেটা রাখা যাবে না

Use Custom Nameservers দিতে হবে এই ৪ টা Nameserver বসাতে হবে নিচের ছবির মতো

এখানে টোটাল ৪ প্রকার নেমসারভার দেওয়া হয়েছে কোনটা আপনি ব্যাবহার করবেন জানার জন্য লাইভ চ্যাট অথবা টিকেট ওপেন করুন

নেমসারভার টাইপ 1……

Name Server1  :  844.dns1.managedns.org
Name Server2  :  844.dns2.managedns.org
Name Server3  :   844.dns3.managedns.org
Name Server4 :   844.dns4.managedns.org

নেমসারভার টাইপ 2……

Name Server1  :   NS1.DNSOWL.COM
Name Server2  :   NS2.DNSOWL.COM
Name Server3  :   NS3.DNSOWL.COM
Name Server4  :   NS4.DNSOWL.COM

নেমসারভার টাইপ 3……

Name Server1  :  myph.mercury.orderbox-dns.com
Name Server2  :  myph.venus.orderbox-dns.com
Name Server3  :  myph.earth.orderbox-dns.com
Name Server4  :  myph.mars.orderbox-dns.com


৬. এখন ১২-২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে DNS সেটাপ হওয়ার জন্য , এরপর আপনি blogger গিয়ে Save বাটনে ক্লিক করে Save করুন, যদি Save হয়ে যায় তাহলে নিচের ছবির মতো আসবে আর যদি না হয় তাহলে এইরকম আসলে পুতুল হোস্ট সাপর্টে কথা বলুন

Step 1: Buy a domain

ই-কমার্স সাইট নিয়ে ভাবছেন ?

ই-কমার্স সাইট নিয়ে ভাবছেন ?

ই-কমার্স সাইট নিয়ে ভাবছেন ? বুঝে ঊঠতে পারছেন না কোথায় যোগাযোগ করবেন?

মাত্র ৫,০০০ টাকায় ই-কমার্স সাইটের মালিক হয়ে আপনার কাস্টমার দের কাছে পৌঁছে যান আরো সহজে এবং ব্যবসাকে করুন আরও প্রসারিত।

আপনি জানেন কি ফেসবুক পেইজ এর সঙ্গে একটি ই-কমার্স ওয়েবসাইট আপনাকে করতে পারে লাভবান ?

মাত্র ৫,০০০ টাকায় আমরা আপনাকে দিচ্ছি রেডি ডিজাইন এ আপনার পছন্দের ই-কমার্স ওয়েবসাইট সঙ্গে সকল সুবিধা।
ওয়েব সাইটের সাথে পাচ্ছেনঃ
# ফ্রি ডোমেইন
# ফ্রি ২ জিবি হোস্টিং
# ফ্রি SSL সার্টিফিকেট
# লোগো
# বিকাশ ও রকেট পেমেন্ট মেথড
# ক্যাশ অন ডেলিভারি অপশন
# লাইভ চ্যাট অপশন
# ৩ মাস এর ফ্রি সার্ভিস

অন্যান্য ওয়েবসাইট সার্ভিস সমূহঃ
📜 নিউজ পেপার
🛒 ই-কমার্স
📜 অনলাইন টেলিভিশন
⚖️ ল- ফার্ম
🛫 ট্রাভেল এজেন্সি এবং এয়ার বুকিং
🌏কনসালটেন্সি ফার্ম
📖 ব্লগ
💟 ব্যক্তিগত
🏛️ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
🏥 হাসপাতাল
🏦 ব্যাংক, বীমা ও কো-অপারেটিভ
🏭 পোশাক ও ভারী শিল্প কলকারখানা
🕌 অলাভজনক ও ধর্মীয় প্রতিষ্ঠান
🚗 রেন্ট এ কার

ইত্যাদিসহ সকল প্রকার ওয়েবসাইট আমাদের অভিজ্ঞ ডেভেলপার এর মাধ্যমে স্বল্প খরচে করার সুবিধা।

ফেসবুকে বিজ্ঞাপন দিতে চান ?

ফেসবুকে বিজ্ঞাপন দিতে চান ?

ফেসবুকে বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন,বিজ্ঞাপনের ম্যাধ্যমে নতুন কাস্টোমার পেতে সাহায্য করবো ।

এছাড়াও আপনার পেজ প্রমোশন, ভিডিও ভিউ, লিড জেনারেশন, ওয়েব সাইট ট্রাফিকসহ ব্যানার, লোগো ডিজাইন ও বিজনেস পেজ ম্যানেজ বা তৈরী, ডোমেইন, হোস্টিং, ওয়েব সাইট তৈরী এবং বাল্ক এস.এম.এস সহ যাবতীয় কাজ যত্নসহকারে অল্প সময়ে ডেলিভেরি দিয়ে থাকি।

আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে SHABBiR DiGiTAL ই একমাত্র খুব কম খরচে বিশ্বস্থতার সাথে অনলাইন প্রচারনায় পাশে আছে।

আমরা প্রতিটি বিজ্ঞাপন Analysis & Strategy তৈরী করে Properly Ad Campaign Setup / Boost করে থাকি, আপনার পেজ এর Followers, কাস্টমার কে তা Research করা হয়, এছাড়া Ad চলাকালীন Measurement & Everyday Monitoring করা হয়।

ফেইসবুক পেইজ এ আপনি কোন ধরনের বিজ্ঞাপন দিতে চান ?
=================================================
* Page Like Ad
* Post Engagement Ad
* Reach Ad
* Event Ad
* Message Ad
* Conversion Ad
* Brand Awareness Ad
* Website Traffic Ad
* Lead generation Ad
* Video Ad

আমাদের প্যাকেজসমূহ:
১,০০০ টাকায় ১ থেকে ৭ দিন মেয়াদে বিজ্ঞাপন।
(আনুমানিক ১০,০০০ থেকে ৩০,০০০ জনের কাছে যাবে অথবা ১,২০০ থেকে ৩,০০০ পেজ- লাইক আসবে মেয়াদ ১ থেকে ৭ দিন )

খরচ: প্রতি ডলার ১০০ টাকা ৫০ ডলার এর উপর অর্ডার করলে ৯৫ টাকা ফিক্সড রেট।

বিজ্ঞাপনের ম্যাধ্যমে সরাসরি বিজ্ঞাপনের দর্শক কতৃক দেওয়া
(পুরো বাংলাদেশ পুরুষ এবং মহিলা সব মানুষের থেকে পাওয়া)
৫০০০ পেজ লাইক ২২৫০ টাকা ১০,০০০ লাইক ৪৫০০ টাকা।

☛ পেজ মেকিং – ৫০০ টাকা।
☛ পেজ ম্যানেজ – ১০০০ টাকা প্রতি সপ্তাহ (পেজ অনুযায়ী)
☛ লগো ডিজাইন – ৫০০ থেকে শুরু।
☛ ব্যানার ডিজাইন – ৩০০ থেকে শুরু।
☛ ওয়েব সাইট – ৩০০০ থেকে শুরু ৫ জিবি হোস্টিং ও ডোমেইনসহ।
☛ ডোমেইন – ১০০০ টাকা ও হোস্টিং প্রতি ৫ জিবি ২৫০০ টাকা।
☛ বাল্ক SMS – ২৫ পয়সা (নন-মাস্কিং), ৬০ পয়সা (মাস্কিং)।

বিঃদ্রঃ বিজ্ঞাপনটি কত লোকজনের কাছে যাবে অথবা পেজ-এ কতটি লাইক পড়বে এটা মুলত নির্ভর করে পণ্যের ধরণ, সেটিং, বিজ্ঞাপনে ব্যবহৃত ছবি ও নির্ধারিত দর্শকবৃন্দের উপর। উপরের হিসেবটি অনুমান নির্ভর করে দেয়া, বাস্তবে ফলাফল আরও ভিন্ন হতে পারে তবে যেটা দেওয়া হয়েছে এটাই ৯৯% দেখা গেছে। অর্ডার করতে ইনবক্স করুন আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো।

ওয়েবসাইট বানাতে চান?

ওয়েবসাইট বানাতে চান?

আপনি কি আপনার কাঙ্খিত বাজেটের মধ্যে সল্পসময়ে মানসম্মত ওয়েবসাইট বানাতে চান?

আপনি কি অনলাইনে আপনার ব্যবসার প্রসার ঘটাতে চান?
আপনার কাঙ্খিত বাজেটের মধ্যে এবং স্বল্পসময়ে আমরা আপনাকে তৈরি করে দিব একটি ওয়েবসাইট যা আপনার প্রতিষ্ঠানকে করবে আরও সমুন্নত।

আপনার গ্রাহকগণ ঘরে বসেই জানতে পারবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ও সেবা সম্পর্কে।

যোগাযোগ করুনঃ
Phone: +88-01646990850

====================================
◉ ওয়েবসাইট সার্ভিস সমূহঃ
====================================

📜 নিউজ পেপার
🛒 ই-কমার্স
📜 অনলাইন টেলিভিশন
⚖️ ল- ফার্ম
🛫 ট্রাভেল এজেন্সি এবং এয়ার বুকিং
🌏কনসালটেন্সি ফার্ম
📖 ব্লগ
💟 ব্যক্তিগত
🏛️ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
🏥 হাসপাতাল
🏦 ব্যাংক, বীমা ও কো-অপারেটিভ
🏭 পোশাক ও ভারী শিল্প কলকারখানা
🕌 অলাভজনক ও ধর্মীয় প্রতিষ্ঠান
🚗 রেন্ট এ কার

ইত্যাদিসহ সকল প্রকার ওয়েবসাইট আমাদের অভিজ্ঞ ডেভেলপার এর মাধ্যমে স্বল্প খরচে করার সুবিধা।

ইমেইল: popularhostbangladesh@gmail.com

বিস্তারিত জানতে অথবা যে কোন প্রয়োজনে কল করুন: 01646990850

কিভাবে আপনি সাপোর্ট টিকেট ওপেন করবেন ?

কিভাবে আপনি সাপোর্ট টিকেট ওপেন করবেন ?

১. প্রথমে এখানে ক্লিক করে লগইন করুন আপনার একাউন্ট ( যদি একউন্ট না থাকে তাহলে রেজিস্টার করে নিন এখানে)
২. Help মেনু থেকে Open Ticket ক্লিক করুন এরপর আপনি যে ডিপার্টমেন্ট এ কথা বলতে চান সেটা সিলেক্ট করুন (Billing- Sales-Technical-Others) এরপর একটা ফর্ম আসবে


৩. Name, Email Address অটো দেখতে পাবেন এরপর Subject লিখুন, এরপর Related Service সিলেক্ট করুন অৰ্থাৎ কোন সার্ভিস সম্পর্কে টিকেট ওপেন করবেন সেই সার্ভিস সিলেক্ট করুন এরপর Priority সিলেক্ট করুন অৰ্থাৎ সাপোর্ট টাইম এর ভ্যালু

৪. এরপর Message আপনার প্রব্লেম বা যা বলতে চান এখানে বিস্তারিত লিখুন এরপর যদি কোনো ইমেজ সেন্ড করতে চান তাহলে Attachments অপশন থেকে ইমেজ আপলোড দিন সৰ্বশেষ সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন


৫. এরপর পুতুল হোস্ট টীম রিপ্লে না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আপনার টিকেট রিপ্লে দেখুন My Support Tickets মেনুতে ক্লিক করে অথবা এখানে ক্লিক করুন

ডোমেইন প্যানেল কিভাবে লগইন করবেন ?

ডোমেইন প্যানেল কিভাবে লগইন করবেন ?

১. প্রথমে এখানে ক্লিক করে লগইন করুন (আইডি পাসওয়ার্ড মেইল অথবা মোবাইলে পেয়ে যাবেন রেজিস্টার করার পর যদি না পেয়ে থাকেন তাহলে ইমেইল দিয়া পাসওয়ার্ড রিসেট দিন এখানে)


২. এরপর My Domains মেনু থেকে My Domains Panel এ ক্লিক করুন এরপর আপনার ডোমেইন লিস্ট চলে আসবে


এরপর আপনি যে ডোমেইনটা যেকোনো জিনিস চেঞ্জ করতে চান, সেই ডোমেইন পাশে একটিভ বাটন আছে সেখানে ক্লিক করুন
৩. এরপর উক্ত ডোমেইনের কন্ট্রোল অপশন চলে আসবে এখানে থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন

আপনার বিল কিভাবে পেমেন্ট করবেন ?

আপনার বিল কিভাবে পেমেন্ট করবেন ?

১. প্রথমে এখানে ক্লিক করে লগইন করুন (আইডি পাসওয়ার্ড মেইল অথবা মোবাইলে পেয়ে যাবেন রেজিস্টার করার পর যদি না পেয়ে থাকেন তাহলে ইমেইল দিয়া পাসওয়ার্ড রিসেট দিন এখানে)

২. এরপর My Billing মেনু থেকে My Invoice এ ক্লিক করুন

এরপর আপনার Invoice লিস্ট চলে আসবে, এরপর আপনি যে Invoice টি পেমেন্ট করতে চান সেই Invoice এর পাশে Unpaid বাটনে ক্লিক করুন

৩. এরপর উক্ত Invoice টির পেমেন্ট অপশন চলে আসবে এখানে থেকে Payment Method সিলেক্ট করুন

** Bkash/Rocket/Debit & Credit Card এটা অটমেটিক পেমেন্ট গেটওয়ে, এটার মাধ্যমে পেমেন্ট করলে আপনাকে পেমেন্ট ইনফো আমাদের জানাতে হবে না, Bkash , Rocket, IBBL Mobile-Banking, Debit, IBBL Internet-Banking .Credit Cards, DBBL Nexus পেমেন্ট করতে পারবেন)

** bKash Payment (এটার মাধ্যমে পেমেন্ট করার সময় আপনার রেফারেন্স হিসাবে ইনভয়েস নম্বর বসাবেন, ইনভয়েস নাম্বার না দিলে পেমেন্ট করে সাপোর্ট টিকেট অথবা লাইভ চ্যাট এ জানাতে হবে)

** DBBL Rocket (এটার মাধ্যমে পেমেন্ট করার সময় আপনার রেফারেন্স হিসাবে ইনভয়েস নম্বর বসাবেন, ইনভয়েস নাম্বার না দিলে পেমেন্ট করে সাপোর্ট টিকেট অথবা লাইভ চ্যাট এ জানাতে হবে)

** NexusPay/Bank Payment (এটার মাধ্যমে আপনি আপনার NexusPay Apps থেকে অথবা আপনার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট করে সাপোর্ট টিকেট অথবা লাইভ চ্যাট এ জানাতে হবে)

৪. ওপরের প্রথম পেমেন্ট মেথড সিলেক্ট করার পর Pay Now বাটন আসবে এরপর ক্লিক করে পেমেন্ট সম্পূর্ণ করুন, বাকি ৩ টা মেথডে ক্লিক করলে পেমেন্ট ইনফো দেখাবে এরপর আপনার ডিভাইস থেকে পেমেন্ট সম্পূর্ণ করুন।

৫. পেমেন্ট সম্পূর্ণ হলে আমাদের টীম আপনার কাজটি সম্পূর্ণ করবে

Nameservers কিভাবে চেঞ্জ করবেন ?

Nameservers কিভাবে চেঞ্জ করবেন ?

১. প্রথমে এখানে ক্লিক করে লগইন করুন (আইডি পাসওয়ার্ড মেইল অথবা মোবাইলে পেয়ে যাবেন রেজিস্টার করার পর যদি না পেয়ে থাকেন তাহলে ইমেইল দিয়া পাসওয়ার্ড রিসেট দিন এখানে)


২. এরপর My Domains মেনু থেকে My Domains Panel এ ক্লিক করুন এরপর আপনার ডোমেইন লিস্ট চলে আসবে, এরপর আপনি যে ডোমেইনের Nameservers চেঞ্জ করতে চান , সেই ডোমেইন পাশে একটিভ বাটন আছে সেখানে ক্লিক করুন

৩. এরপর উক্ত ডোমেইনের কন্ট্রোল অপশন চলে আসবে এখানে থেকে আপনি “Nameservers” অপশনে ক্লিক করুন এরপর (2) Use custom nameservers (enter below) টিক দিন,  (3) Nameserver 1 এ আপনি ns1 নামসার্ভারটি বসিয়ে দিন, (4) Nameserver 2 এ আপনি ns2 নামসার্ভারটি বসিয়ে দিন, (5) “Change Nameservers” ক্লিক করুন এরপর ৬-২৪ ঘন্টার মধ্যে Nameserver আপডেট হয়ে যাবে

DNS Management কিভাবে করবেন ?

DNS Management কিভাবে করবেন ?

১. প্রথমে এখানে ক্লিক করে লগইন করুন (আইডি পাসওয়ার্ড মেইল অথবা মোবাইলে পেয়ে যাবেন রেজিস্টার করার পর যদি না পেয়ে থাকেন তাহলে ইমেইল দিয়া পাসওয়ার্ড রিসেট দিন এখানে)


২. এরপর My Domains মেনু থেকে My Domains Panel এ ক্লিক করুন এরপর আপনার ডোমেইন লিস্ট চলে আসবে, এরপর আপনি যে ডোমেইনের DNS Management করতে চান , সেই ডোমেইন পাশে একটিভ বাটন আছে সেখানে ক্লিক করুন

৩. এরপর উক্ত ডোমেইনের কন্ট্রোল অপশন চলে আসবে এখানে থেকে আপনি “(1) DNS Management ” অপশনে ক্লিক করুন এরপর (2) Host Name দিন,  (3) Record Type সিলেক্ট করুন , (4) Address দিন, এইভাবে আপনি আপনার রেকোর্ড গুলো আপডেট করে “Save Change” বাটনে ক্লিক করুন এরপর রেকর্ড গুলো সেভ হয়ে যাবে, ডিলিট করতে চাইলে রেকর্ড গুলো মুছে ফেলে “Save Change” দিন তাহলে রিমুভ হয়ে যাবে

Email Account কিভাবে করবেন ?

Email Account কিভাবে করবেন ?

সিপ্যানেল লগইন করার পর “EMAIL” সেকশন থেকে “EMAIL ACCOUNTS” অপশনে ক্লিক করুন

2. এরপর “+CREATE ” বাটনে ক্লিক করুন

3. “Username” আপনার ইমেইল এর নাম লিখুন exp: info, support আপনার যেটা দরকার সেই নাম লিখুন এরপর “Password” দিন Password অটো বানানোর জন্য “Generate” বাটনে ক্লিক করুন পাসওয়ার্ড অটোমেটিক হয়ে যাবে এরপর “+CREATE ” ক্লিক করুন ইমেইল হয়ে যাবে


4. এরপর ইমেইল লগইন করতে হলে “CHECK EMAIL ” বাটনের ক্লিক করুন
“MANAGE ” বাটনে ক্লিক করলে আপনি ইমেইল তাকে এডিট করতে পারবেন
“CONNECT DEVICES” ক্লিক করলে আপনি ইমেইল কানেকশন ইনফো পাবেন, এই ইনফো দিয়ে মেইল সেটাপ করতে পারবেন