আপনার বিল কিভাবে পেমেন্ট করবেন ?

আপনার বিল কিভাবে পেমেন্ট করবেন ?

১. প্রথমে এখানে ক্লিক করে লগইন করুন (আইডি পাসওয়ার্ড মেইল অথবা মোবাইলে পেয়ে যাবেন রেজিস্টার করার পর যদি না পেয়ে থাকেন তাহলে ইমেইল দিয়া পাসওয়ার্ড রিসেট দিন এখানে)

২. এরপর My Billing মেনু থেকে My Invoice এ ক্লিক করুন

এরপর আপনার Invoice লিস্ট চলে আসবে, এরপর আপনি যে Invoice টি পেমেন্ট করতে চান সেই Invoice এর পাশে Unpaid বাটনে ক্লিক করুন

৩. এরপর উক্ত Invoice টির পেমেন্ট অপশন চলে আসবে এখানে থেকে Payment Method সিলেক্ট করুন

** Bkash/Rocket/Debit & Credit Card এটা অটমেটিক পেমেন্ট গেটওয়ে, এটার মাধ্যমে পেমেন্ট করলে আপনাকে পেমেন্ট ইনফো আমাদের জানাতে হবে না, Bkash , Rocket, IBBL Mobile-Banking, Debit, IBBL Internet-Banking .Credit Cards, DBBL Nexus পেমেন্ট করতে পারবেন)

** bKash Payment (এটার মাধ্যমে পেমেন্ট করার সময় আপনার রেফারেন্স হিসাবে ইনভয়েস নম্বর বসাবেন, ইনভয়েস নাম্বার না দিলে পেমেন্ট করে সাপোর্ট টিকেট অথবা লাইভ চ্যাট এ জানাতে হবে)

** DBBL Rocket (এটার মাধ্যমে পেমেন্ট করার সময় আপনার রেফারেন্স হিসাবে ইনভয়েস নম্বর বসাবেন, ইনভয়েস নাম্বার না দিলে পেমেন্ট করে সাপোর্ট টিকেট অথবা লাইভ চ্যাট এ জানাতে হবে)

** NexusPay/Bank Payment (এটার মাধ্যমে আপনি আপনার NexusPay Apps থেকে অথবা আপনার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট করে সাপোর্ট টিকেট অথবা লাইভ চ্যাট এ জানাতে হবে)

৪. ওপরের প্রথম পেমেন্ট মেথড সিলেক্ট করার পর Pay Now বাটন আসবে এরপর ক্লিক করে পেমেন্ট সম্পূর্ণ করুন, বাকি ৩ টা মেথডে ক্লিক করলে পেমেন্ট ইনফো দেখাবে এরপর আপনার ডিভাইস থেকে পেমেন্ট সম্পূর্ণ করুন।

৫. পেমেন্ট সম্পূর্ণ হলে আমাদের টীম আপনার কাজটি সম্পূর্ণ করবে

About the Author