DNS Management কিভাবে করবেন ?
১. প্রথমে এখানে ক্লিক করে লগইন করুন (আইডি পাসওয়ার্ড মেইল অথবা মোবাইলে পেয়ে যাবেন রেজিস্টার করার পর যদি না পেয়ে থাকেন তাহলে ইমেইল দিয়া পাসওয়ার্ড রিসেট দিন এখানে)
২. এরপর My Domains মেনু থেকে My Domains Panel এ ক্লিক করুন এরপর আপনার ডোমেইন লিস্ট চলে আসবে, এরপর আপনি যে ডোমেইনের DNS Management করতে চান , সেই ডোমেইন পাশে একটিভ বাটন আছে সেখানে ক্লিক করুন
৩. এরপর উক্ত ডোমেইনের কন্ট্রোল অপশন চলে আসবে এখানে থেকে আপনি “(1) DNS Management ” অপশনে ক্লিক করুন এরপর (2) Host Name দিন, (3) Record Type সিলেক্ট করুন , (4) Address দিন, এইভাবে আপনি আপনার রেকোর্ড গুলো আপডেট করে “Save Change” বাটনে ক্লিক করুন এরপর রেকর্ড গুলো সেভ হয়ে যাবে, ডিলিট করতে চাইলে রেকর্ড গুলো মুছে ফেলে “Save Change” দিন তাহলে রিমুভ হয়ে যাবে